প্রকাশিত: Thu, Dec 21, 2023 8:54 PM
আপডেট: Tue, Jul 1, 2025 10:18 PM

[১]পটুয়াখালীর কলাপাড়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে কর্মশালা

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী): [২] পটুয়াখালীর কলাপাড়ায় ভোটগ্রহণকারী এক হাজার ৫১৭ জন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলাপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধণ করেন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)  মো. পারভেজ হাসান। 

[৩] উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মো. ফারুক উল হক, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন, পটুয়াখালী জেলা প্রশাসক ও  মো. নুর কুতুবুল আলম, পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম প্রমুখ। 

[৪] পটুয়াখালী জেলা প্রশাসন ও সিনিয়র  জেলা নির্বাচন অফিসের আয়োজনে  কর্মশালায় পটুয়াখালী জেলা প্রশাসক  মো. নুর কুতুবুল আলম বলেন, বরিশাল বিভাগের সবচেয়ে ঝুকিপূর্ণ আসন পটুয়াখালী-৪। 

[৫] এজন্য নির্বাচন আইন অনুযায়ী  প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।  তাই সুষ্ঠু পরিবেশে  ভোটগ্রহণে নিশ্চয়তা দিয়ে তিনি ভোটগ্রহণকারী সকল কর্মকর্তাদের সঠিক নিয়মে দায়িত্ব পালনের আহ্বান জানান। কারো বিরুদ্ধে দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি ঘোষণা দেন।